মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বস্তির সাথে নামাজ আদায় করার জন্য বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব সেলিম উদ্দিন ও শিক্ষানুরাগী সদস্য মনজুর আহমদ চৌধুরী রাজীব বিদ্যালয়ে নামাজের স্থান নির্ধারণ করে শিক্ষার্থীদের জন্য একটি রুম করে দিয়েছি। এই বিদ্যালয়ে এর আগে শিক্ষার্থীদের জন্য নামাজের কোনো স্থান ছিল না। ফলে শিক্ষার্থীদের নামাজ আদায় করতে হতো সংকোচের সাথে। এখন নামাজের স্থান পেয়ে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে শিক্ষার্থীদের নামাজ পড়ার রুম উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব সেলিম উদ্দিন। ওই সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি জহর লাল নাথ, মো. আলমগীর, নুরুল হুদা, লিটন চন্দ্র পাল সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফখরের জাহান, সিনিয়র শিক্ষিকা বিলকিছ আক্তার, দিল আফরুজ, শিক্ষক মো. মঈনউদ্দিন, দিদারুল আলম, রফিকুল ইসলাম সহ বিদ্যালয়ের সব শিক্ষক শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমাদরে সভাপতি বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এই বিদ্যালয়টি বর্তমানে শিক্ষা-দীক্ষার, ক্রীড়া ও সাংস্কৃতিক পরিমন্ডলে কৃতিত্বপূর্ণ অবদান রাখছে। নামাজের স্থান পেয়ে আমাদের শিক্ষার্থীরা যেন হাতে চাঁদ পেয়েছে। আমি আশা করি এর ফলে তারা গর্বিত বোধ করবে।’
নামাজের স্থান পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছে এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। দশম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, বিদ্যালয়ে নামাজের জায়গাহ পেয়ে অনেক ভালো লাগছে। আমরা এখন সবাই নামাজ আদায় করতে পারবো। বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যদের অনেক ধন্যবাদ এই রকুম মহৎ কাজ করার জন্য।