রাউজানে ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক)”র ৩৪ তম বার্ষিক ওরশের প্রস্তুতি সভা, মাসিক মাহফিল ও জিকিরে ছেমা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ সেপ্টেম্বর) বাদে এশা মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিণ হিংগলা কলমপতি ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম।প্রধান আলোচক ছিলেন মাওলানা মহিম উদ্দিন।মোহাম্মদ সজিবের সঞ্চালনায়বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা সমন্বয়কারী আনিসউল খান বাবর,নাজিমুউদ্দিন কালু,রাউজান প্রেসক্লাবের সদস্য শাহাদাত হোসাইন সাজ্জাদ,নাছির উদ্দিন, জসিম উদ্দিন,মাওলান নিজাম উদ্দীন,কাজী আসলাম,স্বপন বড়ুয়া,মুহাম্মদ আনোয়ার সওদাগর,মুহাম্মদ সেলিম উদ্দীন।জিকিরে ছেমা মাহফির পরিচালনা করেন শিল্পী মোহাম্মদ জাহাঈীর আলম।মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।