ঢাকা মহানগর উত্তর দক্ষিণের ১৬ টি স্পটে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল (সোমবার) বিকেলে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির পৃথক পৃথক সভায় এ কর্মসূচি ঘোষণা দেন।
সভায় জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ, বিদ্যূৎ খাতে চরম অব্যবস্থাপনা এবং নজীরবিহীন লোডশেডিং, ভোলা ও নারায়ণগঞ্জে দলীয় নেতাকর্মী হত্যার প্রতিবাদে ঢাকায় এ প্রতিবাদ সমাবেশ করার কর্মসূচি ঘোষনা করা হয়।
গুলশানস্হ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ছাড়াও যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, আতিকুল ইসলাম মতিন, চেয়ারম্যান আতাউর রহমান সহ মহানগরী উত্তরের যুগ্ম আহবায়কবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
নয়াপল্টন ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন বক্তব্য রাখেন। মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক নবীউল্লাহ নবী, ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আ ন ম সাইফুল ইসলাম সহ সকল যুগ্ম আহবায়কবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উত্তর বিএনপির সভায় আগামী ১১ ই সেপ্টেম্বর উত্তরা পূর্ব জোন, ১৩ ই সেপ্টেম্বর উত্তরা পশ্চিম জোন, ১৫ ই সেপ্টেম্বর পল্লবী জোন, ১৯ ই সেপ্টেম্বর বাড্ডা জোন, ২১ ই সেপ্টেম্বর মিরপুর জোন, ২৩ ই সেপ্টেম্বর মোহাম্মদপুর জোন, ২৫ সেপ্টেম্বর গুলশান জোন, ২৭ ই সেপ্টেম্বর তেজগাঁও জোন এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
দক্ষিণ বিএনপির সভায় ১০ ই সেপ্টেম্বর মতিঝিল – পল্টন – শাহজানপুর জোন, ১২ ই সেপ্টেম্বর শাহবাগ – রমনা জোন, ১৬ ই সেপ্টেম্বর সূএাপুর- ওয়ারী – কোতোয়ালি – বংশাল জোন, ১৮ ই সেপ্টেম্বর শ্যামপুর – কদমতলী জোন, ২০ ই সেপ্টেম্বর খিলগাঁও – সবুজবাগ – মুগদা জোন, ২২ ই সেপ্টেম্বর যাএাবাড়ী – ডেমরা জোন, ২৪ ই সেপ্টেম্বর লালবাগ – চকবাজার – কামরাংগীর চর জোন, ২৬ ই সেপ্টেম্বর ধানমন্ডি – কলাবাগান – নিউমার্কেট – হাজারীবাগ জোন এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
মহানগরীর এ দুই শাখায় বিকেল ৩ টা থেকে শান্তিপূর্ণ ভাবে সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।