ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করার পর থেকে এ সংবাদে ধামরাইয়ের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করেছেন।
জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন শামসুল হক টুকু। শামসুল হক টুকু জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হওয়ায় পদটি শূন্য হয়। সভাপতির এ শূন্য পদটি ঘোষণার পর এমপি বেনজীর আহমদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে নির্বাচিত নির্বাচিত হওয়ায় তিনি আজ ২সেপ্টেম্বর জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিস্ঠাতা বিপ্লবী সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম ।