সাতকানিয়ায় ইয়াবা ও চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদিঘী বাজার এলাকায় সাতকানিয়া থানা পুলিশ বাসে তল্লাশি চালিয়ে যাত্রীর কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ও ধর্মপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু দেড় শতাধিক লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় ইয়াবাসহ মো.নুরুন্নবী (২২) ও মদসহ মো.শাহজাহান (২৭) ও রানা দাশ (১৯)সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, মহাসড়কের ঠাকুরদীঘি বাজার এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রীর কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ও ধর্মপুর থেকে ১শত ৫০ লিটার চোলাই মদ উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তারের ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের (আজ সেপ্টেম্বর) বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।