নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহীদ ডাঃজিকরুল হক রোডে বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দল।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি বিলকিস ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আহবায়ক আলহাজ্ব আব্দুল গফুর সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সদস্য সচিব ও পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন। এ সময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ন সদস্য সচিব জিয়াউল হক জিয়া। পৌর বিএনপির আহবায়ক শেখ বাবলু, সদস্য সচিব ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন প্রামানিক।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি রওনক জাহান রিনু।
অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা হোসেন।
প্রধান অতিথি সাবেক এমপি বিলকিস ইসলাম বলেন, নিশিত রাতের অবৈধ ভোটের সরকার মহিলা দলের প্রতিষ্ঠা বাষিকীতে পুলিশ দিয়ে বানচাল করতে ব্যথ হয়েছে। বেগম খালেদা জিয়ার ও তারেক রহমান কে ভয়পায় বলেন,মিথ্যা মামলায় দিয়ে নির্বাচন থেকে দুরে রাখতে চাই।বিএনপিকে ভয় পায় বলেন মিছিল মিটিংয়ে হামলায় করে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করছে।
মোঃজাকির হোসেন
নীলফামারী প্রতিনিধি