ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ টি থানায় কর্মীসভা করবে বিএনপি। আগামী ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে ২৬ টি থানার এ কর্মীসভা অনুষ্ঠিত হবে। কর্মীসভা গুলো প্রতিদিন সংশ্লিষ্ট থানা এলাকায় দুপুর ৩ টা থেকে বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত চলবে।
কর্মীসভায় কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা অংশ নিবেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য হাজী মোঃ ইউসুফ জানান, থানা কমিটি গঠনের লক্ষ্যে সাংগঠনিক সভা ও আগামী আন্দোলন সংগ্রামে গতি আনতেই এ কর্মী সভা ডাকা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির থানা সমূহের কর্মীসভার সময়সূচি —
২৮ অক্টোবর শুক্রবার দারুসসালাম ও শাহআলী থানা, ২৯ অক্টোবর শনিবার মিরপুর ও কাফরুল থানা, ৩০ অক্টোবর রবিবার গুলশান ও বনানী থানা, ৩১ অক্টোবর সোমবার বাড্ডা ও রামপুরা থানা, ১ নভেম্বর মঙ্গলবার উত্তরা পূর্ব ও বিমানবন্দর থানা, ২ নভেম্বর বুধবার খিলক্ষেত ও ভাটারা থানা, ৩ নভেম্বর বৃহস্পতিবার উত্তর খান ও দক্ষিণ খান থানা, ৫ নভেম্বর শনিবার হাতিরঝিল ও শিল্পাঞ্চল থানা, ৬ নভেম্বর রবিবার তেজগাঁও ও শেরে-বাংলা নগর থানা, ৭ নভেম্বর সোমবার মোহাম্মদপুর ও আদাবর থানা, ৮ নভেম্বর মঙ্গলবার ক্যান্টনমেন্ট ও ভাষানটেক থানা, ৯ নভেম্বর বুধবার পল্লবী ও রুপনগর থানা, ১০ নভেম্বর বৃহস্পতিবার তুরাগ ও উত্তরা পশ্চিম থানা।