নরসিংদী করিমপুর ইউনিয়নের জগৎপুর গ্রামের নিরীহ-অসহায় জেলেদের উপর নির্যাতন ও চাঁদাবাজীর প্রতিবাদে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদুল আলমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে ইউনিয়নের জগৎপুর গ্রামে মেঘনা নদীর পাড়ে অসহায় জেলে পরিবারের সদস্যদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি কাইয়ূম বলেন, করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদুল আলমকে চাঁদা না দিলে নদীতে থাকা নৌকা ও জেলেদের নানা ভাবে হয়রানী ও আত্যাচার করে।
এই গ্রামটি মূলত জেলেদের গ্রাম বলে পরিচিত আমাদের বাপ দাদা ও পূর্ব পুরুষরা এই পেশায় জরিত ছিল এটাই আমাদের জিবীকা নির্বাহের প্রধান উৎস, পরিবার ও ছেলে মেয়ের ভরণ পোষনের একমাএ খাত তাই এই পেশা রাতারাতি পরিবর্তন করা সম্ভব হচ্ছেনা সরকার আমাদের কয়েক বছর সময় দিলে আমরা আস্তে আস্তে সরে যাবো। করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদুল আলম আমাদের নদীর ঘেরের জাল কেটে দিচ্ছে, জাল পুরিয়ে ফেলছে আমাদের নামে মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে, একই গ্রামের মোমেনা বেগম বলেন আমার জামাইকে মিথ্যা মামলা দিয়ে আটক করে জেলে পাঠায পুলিশ মামলার এজাহারে আমার শ্বাশুড়ির নাম ভূল এর পরও জেলে যেতে হয়েছে। আমার স্বামী গত এক বছর যাবৎ এই পেশার সাথে জরিত না। নজরুল মিয়া বলেন নদীতে মাছ ধরা এখন বন্ধ হয়ে গেঁছে আমরা পরিবার নিয়ে বেশ কস্টে দিনপার করছি। আমরা এখানে পাঁচ ছয়শত পরিবারের বসবাস করি আমাদের না খেয়ে মরতে হবে। নৌপুলিশ আমাদের পনেরটি পরিবারের নামে মামলা দিয়ে পরিবার গুলোকে নিঃস্ব করেছে।
এঘটনায় অভিযুক্ত করিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদুল আলম সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। তিনি আরো বলেন সরকারের নির্দেশনা বাস্তবায়ন করাই আমার লক্ষ।