বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের কুমিল্লা জেলা শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার পেলেন চৌদ্দগ্রাম মডেল থানায় কর্মরত এএসআই মো: ইমরান হোসেন।
বুধবার (১২ অক্টোবর) কুমিল্লা জেলা পুলিশ সুপার কর্তৃক আয়োজিত জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অভিন্ন মানদন্ডের আলোকে অক্টোবর মাসের মূল্যায়নে চৌদ্দগ্রাম থানার শ্রেষ্ঠ ‘ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ মনোনীত হলেন এএসআই মো: ইমরান হোসেন। এ নিয়ে টানা ২য় বার কুমিল্লা জেলার শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন তিনি। বুধবার তার হাতে সম্মাননা পুরষ্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন বাংলাদেশ পুলিশ কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান (বিপিএম বার)।
এ বিষয়ে এএসআই মো: ইমরান হোসেন মহান আল্লাহ তা’য়ালার শুকরিয়া জ্ঞাপন করে বলেন, আমার শ্রদ্ধেয় পিতা-মাতা, কুমিল্লা জেলা পুলিশ সুপার মহোদয়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মহোদয়, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক (তদন্ত) সহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সকলের ভালোবাসা নিয়ে নব উদ্যোমে আরো ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে সকলের দোয়া কামনা করছি’।