চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আনারস প্রতীকের প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামের সমর্থনে সাতকানিয়ায় স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) বিকালে উপজেলার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেবের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, ফটিকছড়ি উপজেলার আওয়ামী লীগের সাধারণ নাজিম উদ্দীন মুহুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন উদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা বেগম, পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন, মাদার্শা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল কবির ও ছদাহা নারী ইউপি সদস্য চম্পা দেবী সুমা।