চট্টগ্রামের আনোয়ারা প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাতরী চৌমুহনীস্থ দাওয়াত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। আনোয়ারা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি এবং জিএসএস নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর নুর চৌধুরীর সভাপতিত্বে দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার রিপোর্টার সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দীনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার আনোয়ারা প্রতিনিধি বদরুল হক, ডেইলি ট্যুরিস্ট পত্রিকার প্রতিনিধি এ্যাডভোকেট মুহাম্মদ কায়সার, দৈনিক দেশবাংলা প্রতিনিধি মোহম্মদ আনোয়ার হোসেন, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি ইমরানুল হক চৌধুরী, দৈনিক দিনকাল প্রতিনিধি ওমর ফারুখ, দৈনিক প্রাইভেট ডেটেকটিভ প্রতিনিধি মনিরুল ইসলাম এহসান, দৈনিক বর্তমান কথা ও নিউজ গার্ডেন প্রতিনিধি এস এম মাঈনউদ্দীন, দৈনিক দেশের কথা প্রতিনিধি মোহাম্মদ কাজী মোস্তাফা, দৈনিক মাতৃভূমি প্রতিনিধি মোহাম্মদ ফখরদ্দীন, দৈনিক আমাদের বাংলা প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহীম, দৈনিক গণমুক্তি ও দৈনিক বাংলার সংবাদ প্রতিনিধি মোহাম্মদ আরাফাত, জিএসএস নিউজ ২৪.কম মোহাম্মদ তানভীর বিন নুর প্রমুখ।