ঠাকুরগাঁও জেলায় ২৩ অক্টোবর রোববার ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন
(ইএসডিও)’র প্রধান কাযালয় চত্বরে অনুষ্ঠিত হলো ইএসডিও উন্নয়ন মেলা”২০২২।
মেলায় ইএসডিও”র চলমান কার্যক্রমের স্টল প্রদর্শন করেন। মেলা উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার জনাব মো: সাবিরুল ইসলাম, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিপিএম ডিআইজি রংপুর রেঞ্জ বাংলাদেশ পুলিশ জনাব মোহা: আবদুল আলীম মাহমুদ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহাবুবুর রহমান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নির্বাহী পরিচালক, ইএসডিও ড.মুহম্মদ শহীদ উজ জামান, এবং পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার, পরিচালক(প্রশাসন), ইএসডিও আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন এসময় আরো উপস্থিত ছিলেন মো: মামুন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক, ঠাকুরগাও, মোছা: সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), ঠাকুরগাঁও, জনাব আন্জুমানারা বন্যা, মেয়র, ঠাকুরগাঁও পৌরসভা, জনাব আবু তাহের মো: সামসুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার,ঠাকুরগাঁও সদর, জনাব বিপুল কুমার, উপজেলা নির্বাহী অফিসার,বালিয়াডাঙ্গী সহ সরকারি অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত থেকে সকল ষ্টল পরিদর্শন করেন। ষ্টল পরিদর্শন শেষে উপকারভোগীদের মাঝে আর্থিক সহয়তা ও উপকরণ বিতরণ করা হয়। রেজিলিয়েন্স টু ইকোনমিক ভোলাটিলিটি অফ ইন্ডিজিনাস এন্ড ভালনারাবল পপুলেশন্স থ্রো এম্পাওয়ারমেন্ট (রিভাইভ) প্রকল্পের আওতায় , জরুরী সংকট মোকাবিলা জন্য আথিক সহায়তা (নতুন সদস্য) ৩০ জন উপকারভোগী প্রতিজনকে নগদ ৬ হাজার করে ১৮০,০০০/ ( এক লক্ষ আশি হাজার) টাকা প্রদান করা হয়।