কুমিল্লার হোমনায় তিনদিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) উপজেলা মিলনায়তনে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহেনা বেগম। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পৌর মেয়র নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিমা। সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেস ইনিষ্টিটিউট (পিআইবি) এর প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত.
বাংলাদেশ প্রেস ইনিষ্টিটিউট (পিআইবি) এর আয়োজনে কুমিল্লা জেলার হোমনা ও তিতাসের বিভিন্ন মিডিয়ার ৩৬ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণে সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আগামি ২৬ অক্টোবর প্রশিক্ষণ শেষ হবে।