1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে শারদীয় দুর্গাৎসবে পালিত হচ্ছে টঙ্গী বাজার মন্দিরে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
||স্বাধিনতার ৫৩ বছর পার|| সহযোদ্ধারা সরকারী গেজেটভূক্ত হলেও মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাননি বাঁশখালীর মজিবুল হক ছবি পাল্টে যুবলীগের অফিস এখন যুবদলের কার্যালয় কুবি রোভার স্কাউটের ১০ বছর পূর্তিতে বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি 

টঙ্গীতে শারদীয় দুর্গাৎসবে পালিত হচ্ছে টঙ্গী বাজার মন্দিরে

এস কে সানি টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট টাইম : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৫৪ বার

পহেলা অক্টোবর থেকে ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

সোমবার টঙ্গী বাজার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দুর্গাপূজার মহা-অষ্টমী পূজা-অর্চণার মাধ্যমে উদযাপিত হয়েছে।

এ পূজা উপলক্ষে টঙ্গী বাজার মন্ডপে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, আরতি নিবেদন করেছেন পূজারীরা।

পূজা শেষে ভক্তরা হাতের মুঠোয় ফুল ও বেলপাতা নিয়ে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবীর পায়ে এবারের পূজার প্রথম অঞ্জলি দেন।

করজোরে কাতর কণ্ঠে জগৎজননীর কাছে শান্তিময় বিশ্বের প্রার্থনা করেন তারা। ঢাকের বাদ্য, কাসর ঘণ্টা কিংবা শঙ্খধ্বনিতে দেবীর আরাধনার পাশাপাশি সবকিছুতেই যেন ছিল একই চাওয়া।

ধরিত্রির বুক থেকে সকল অশান্তি, ঝড় ঝঞ্জা, দুর্যোগ, মহামারি, যুদ্ধ বিগ্রহ যেন বন্ধ হয়ে সম্প্রিতির এক পৃথিবী স্থাপিত হয়।

দুর্গাপূজা উপলক্ষে টঙ্গী পূজা মন্ডপগুলোতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মন্ডপে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং নিয়জিত রয়েছে স্বেচ্ছাসেবক দল, পুলিশ ও আনসার সদস্যরা।

এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সাদা পোষাকের পুলিশের করা নজর দাড়ি রয়েছে মন্ডপগুলোতে।

টঙ্গী বাজার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরে পূজা দিতে আশা ভক্তরা জানান, সবাই খুব আনন্দের সাথে পূজা উদযাপন করছি।

বিজয়া দশমীর মাধ্যমে মা পৃথিবী থেকে বিদায় নেবেন। মায়ের কাছে প্রার্থনা পৃথিবীর সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে। করোনা মহামারী আমরা যেভাবে মোকাবেলা করতে পেরেছি ভবিষ্যতেও যেকোন মহাব্যাধি ও দূর্যোগ মোকাবেলায় মা যেন আমাদের পাশে থাকেন।

বাংলাদেশ পূজা উযাপন পরিষদ টঙ্গী পূর্ব থানার সাধারণ সম্পাদক অমল ঘোষ জানান, টঙ্গীতে সুশৃঙ্খল ভাবে পূজা উদযাপন হচ্ছে।

সরকারি ভাবে এবং স্থানীয় প্রশাসন যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। সেই সাথে প্রত্যেকটি মন্দির কমিটি, যুব কমিটি, পূজা উযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ সকল রাজনৈতিক সংগঠন আমাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। আমরা আশা করি শান্তিপূর্ণ ভাবে এবারের পূজা সম্পন্ন হবে।

মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে শনিবার শুরু হয় পাঁচ দিনব্যাপী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্যদিয়ে আগামী ৫ অক্টোবর দূর্গোৎসব শেষ হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম