সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে এক হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। নীলফামারীর সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী’র উদ্যোগে এই সহযোগীতা করা হয়।
সোমবার (৩ অক্টোবর) সকাল ১১ টায় পৌর কমিউনিটি সেন্টার চত্বরে বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ শাহিন হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব শহিদুল ইসলাম, প্রধান হিসাব রক্ষক আবু তাহেরসহ ওয়ার্ড ও মহিলা কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা কর্মচারীগন প্রমুখ।
পৌরসভার নিজস্ব রাজস্ব তহবিলের অর্থায়নে ১৫ টি ওয়ার্ড থেকে বাছাইকৃত এক হাজার পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেয়া হয়।(ছবি আছে)