1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বর্তমান সরকার সকল ধর্মের মানুষকে ধর্ম পালনের সমান সুযোগ দিয়েছে-ভারতীয় হাইকমিশনার অদুদ রাহা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ বাল্যবন্ধুদের সঙ্গে আনন্দে মাতলেন মির্জা ফখরুল, শোনালেন কবিতা ! বুখারী শরীফ খতম এবং প্রচার বিদআত নয়: মুফতি কুতুব উদ্দিন নানুপুরী ঠাকুরগাঁওয়ে নদ – নদী দখলদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ! চৌদ্দগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসী রাজীব ও শাহীনকে আটক করেছে সেনাবাহিনী নবীনগরে সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত ভাগ্য গুণে সালাহউদ্দিন আহমদের মতো নেতা আমরা পেয়েছি নবীনগরে তাকমীলে হাদিস সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  চৌদ্দগ্রামে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা

বর্তমান সরকার সকল ধর্মের মানুষকে ধর্ম পালনের সমান সুযোগ দিয়েছে-ভারতীয় হাইকমিশনার অদুদ রাহা

রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৩৩ বার

চট্টগ্রামস্থ ভারতীয় হাইকমিশনার অদুদ রাহা বলেছেন, বিভিন্ন গোষ্ঠীর ভেতরে জাতি, ধর্ম ও ভাষার পার্থক্য থাকলেও বাংলাদেশে তাদের শান্তিপূর্ণ সহাবস্থান কখনো বিঘ্নিত হয়নি। ৯০ ভাগ মুসলমানের দেশে হিন্দু, খিস্ট্রান, বৌদ্ধ ও অন্যান্য কিছু ধর্মের লোকজন সম্প্রীতি,শান্তি,পারস্পারিক শ্রদ্ধাবোধ এবং সম্মান্যের মধ্য বসবাস করছেন। বর্তমান সরকার সকল ধর্মের মানুষের বসবাস ও ধর্ম পালনের সমান সুযোগ ও নিরাপত্তা দিয়েছে।

মঙ্গলবার(৪অক্টোবর) বিকালে জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির রাউজান গহিরাস্থ গ্রামের বাড়িতে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি উদত ঝাহকে ফুলেল শুভেচ্ছা জানান এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।এসময় এমপি ফজলে করিম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক চিন্তা চেতনা ও আওয়ামী লীগের ধর্ম নিরপেক্ষতা নীতির কারণে বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তি, বন্ধুত্ব এবং সম্প্রীতি বিরাজমান।

রাতে ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি উদত ঝাহ রাউজানের বেশ কয়েকটি পুজামন্ডপ পরির্দশন করেন।এ সময় উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি কাজী ইকবাল, কামরুল ইসলাম বাহাদুর, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন,দপ্তর সম্পাদক জসিম উদ্দিন,পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী,নজরুল ইসলাম চৌধুরী,চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, যুবলীগ নেতা সুমন দে,রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, অনুপ চক্রবর্তী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম