1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরীয়তপুরে ২মাস ৯ দিন পর ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
||স্বাধিনতার ৫৩ বছর পার|| সহযোদ্ধারা সরকারী গেজেটভূক্ত হলেও মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাননি বাঁশখালীর মজিবুল হক ছবি পাল্টে যুবলীগের অফিস এখন যুবদলের কার্যালয় কুবি রোভার স্কাউটের ১০ বছর পূর্তিতে বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি 

শরীয়তপুরে ২মাস ৯ দিন পর ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন।

শরীয়তপুর থেকে বিশেষ প্রতিনিধি ঃ মোঃ হুমায়ুন কবির
  • আপডেট টাইম : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২২৯ বার

গতকাল সকাল ১১ঘটিকার সময় শরীয়তপুর জেলা গোসাইরহাট উপজেলা গোসাইরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দার জামাল সরদারের বড় ছেলে শাহরিয়ার নাজিম জয়ের মৃত দেহ। লাশ উত্তোলন করার নির্দেশ আসে কোর্ট থেকে। লাশ উত্তোলন এর সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ( গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার ভুমি) সুজন দাশগুপ্ত, মামলার আইও এসআই মতিউর রহমান, এছাড়াও গোসাই এর থানার অফিসার ইনচার্জ আসলাম সিকদার, ওসি তদন্ত, স্থানীয় মসজিদের ইমাম, নিহতর পরিবারের সদস্য সহ এলাকার বিপুল সংখ্যক মানুষ। সকাল ১১টার দিকে কবর শনাক্তের পর কবর থেকে লাশ উত্তোলন কাজ শুরু করে শরীয়তপুর থেকে আসা ডোমের সদস্যরা।
১ আগস্ট ২০২২ তারিখে মটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয় শাহরিয়ার নাজিম জয়। তখন ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করেন নিহতে চাচা কামাল সরদার ও কামাল সরদারের মেয়ের শশুর বাচ্চু সরদার( বাচ্চু চৌকিদার) লাশ দাফনের সময় নিহতের পিতা জামাল সরদার সময় চাইলে তখন তার বড় ভাই কামাল সরদার ওরফে মাছ কামাল ও তার বিয়াই বাচ্চু চৌকিদার তাকে কোনো কথাই বলতে দেন নাই। এমনকি থানায় কোনো অভিযোগও করার সুযোগ দেননি। পরবর্তীতে ছেলের বাবা মানসিক ভাবে একটু সুস্থ হলে বিষয়টি নিয়ে কয়েকজনের সাথে আলাপ আলোচনা করে লাশের ময়নাতদন্ত করার সিদ্ধান্তে আসেন। তিনি তখন জেলা প্রশাসক এর শরণাপন্ন হলে তখন তিনি এডিসিকে বিষয়টি দেখার নির্দেশ দেন। এর পর তার পরামর্শে কোটে একটি মামলা করেন। সেই মামলার সূত্র ধরেই ময়না তদন্তের জন্য গত কাল লাশ উত্তোলন করা হয়।

নিহতের পিতার দাবি আমার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তার দাবি যদি আমার ছেলে মোটরসাইকেল দূর্ঘটনায় মারা যায় তার আলমত থাকবে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিলো নাএমন কি মটর সাইকেল এর বিন্দু মাত্র ক্ষতি হয় নি। তাহলে আমার ছেলের কি করে মৃত্যু হলো?

তার সন্দেহ তর বড় ভাই এর মেয়ের জামাই জিতু সরদার ও তার ছোট ভাই রাকিব সরদার পরিকল্পিত ভাবে এই হত্যাকান্ড ঘটিয়েছে। শাহরিয়ার কে রাকিব বড় বোনের বাড়িতে বেড়ানোর কথা বলে ফোন করে ডেকে নেয়। তার ঠিক ১/২ ঘন্টা পরই নিহতের পরিবারের নিকট খবর আসে সন্তানের মৃত্যুর সংবাদ। জামাল সরদার গণমাধ্যমের সামনে আরো কিছু গোপন কথা জানিয়ে দেন। তার ছেলের সাথে কামাল সরদার এর মেয় জিতুর স্ত্রীর সম্পর্ক ছিলো এ কারনে জিতু তার ছেলেকে দুনিয়া থেকে সরিয়ে দিলো। তার দাবি এই লোমহর্ষক হত্যার সুষ্ঠু ময়নাতদন্ত শেষে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কঠিন শাস্তির দাবি।

গতকাল শাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর জেলা সদরর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মামলার মোটিভ কোন দিকে মোড় নেয় তার জন্য অপেক্ষা করতে হবে। এদিকে জামাল সরদারের করা মামলায় আসামি করা হয় তার বড় ভাই এর মেয়ের জামাই জিতু সরদার, রাকিব সরদার, বাচ্চু সরদার সহ মোট ৭ জনকে আসামী করে হত্যা মামলা। আসামিগন বর্তমানে উচ্চ আদালতের ৪ সপ্তাহের জামিনে আছে। পাল্টা জামাল সরদার ও কামাল পাল্টাপাল্টি আরো দুটি মামলা করেছে। বর্তমানে সকল মামলা কোর্টে চলমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম