উপজেলা পরিষদ দিবস উপলক্ষে হাটহাজারীতে আজ (২৩ অক্টোবর) নানা আয়োজনের মাধ্যমে পালন করা হয়েছে। ঐতিহাসিক উপজেলা পরিষদ দিবসে জাতীয় যুব সংহতি চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন তারা। এসময় উপস্থিত ছিলেন- হাটহাজারী উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোহাম্মদ ফারুক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল আফসার ও মুহিবুল হক মুহিব।
হাটহাজারী উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক এবং পৌরসভা সহায়ক সদস্য মোহাম্মদ জাফর মেম্বার, সদস্য সচিব মোহাম্মদ ফিরোজ, যুব নেতা আবদুল মোতালেব, যুব সংহতি নেতা মেহরাজ উদ্দিন মিশকাত, জাপা নেতা মফিজুর রহমান চৌধুরী, যুব নেতা সেলিম, জসিম প্রমূখ।
আবুল কালাম আযাদ বক্তব্যে বলেন- আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ সৃষ্ট উপজেলা পরিষদের ফসল যে আমরা ভোগ করতে পারছি আজ, এর অবিস্মরণীয় অবদান একমাত্র তাঁর। সময় অনুযায়ী সঠিক সিদ্ধান্তে দেশ পরিচালনার কারনেই আজও এদেশের মানুষের প্রানের দল জাতীয় পার্টি’। এদিনে আজ আমরা হুসেইন মুহম্মদ এরশাদকে বিশেষভাবে স্মরণ করছি এবং হাটহাজারীসহ উত্তর চট্টলাবাসীকে উপজেলা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।