শারদীয় দুগা উৎসবের চন্দনাইশ চট্টগ্রাম বরকলের ১১টি পূজা মন্ডপে স্থানীয় চেয়ারম্যান আবদুর
রহিম চৌধুরী ৩ শতাধিক বস্ত্র বিতরণ করেন। গতকাল ৩ অক্টোবর সন্ধ্যায়
অষ্টমীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে পূজার্থীদের মাঝে এসব বস্ত্র
বিতরণ করেন। পাঠানদন্ডী সার্বজনীন পূজা মন্ডপে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, প্রধান
বক্তা ছিলেন চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, অন্যান্যদের মধ্যে আলোচনায়
অংশ নেন, আ.লীগ নেতা যথাক্রমে ফরিদুল ইসলাম চৌধুরী, আমান উল্লাহ
চৌধুরী, বসু প্রিয় তালুকদার, অর্জিত ব্যানার্জি, আনোয়ার হোসেন,
মো. বাবুল, রূপন বিশ্বাস, সুজন মজুমদার, প্রিয়বত বড়–য়া, পুষ্পপেন বড়–
য়া, জাকির হোসেন, মহিলা নেত্রী শাহনাজ বেগম, নিলুপা আকতার, সালমা
বেগম প্রমুখ।