মায়ের সাথে বিয়ের অনুষ্ঠানে গিয়ে না ফেরার দেশ ৫ বছরের শিশু হাবিবুর রহমান।গত ১৪ অক্টোবর দুপুরে শিশুটি তাঁর মায়ের সাথে ফটিকছড়ি উপজেলারা আজাদী বাজার হক স্কোয়ার কমিনিউটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে যায়।অনুষ্ঠানে প্রবেশ পথে গহিরা হোয়াকো সড়ক পার হওয়ার সময়ে দ্রুতগামী এককটি সিএনজি অটোরিক্সা প্রচন্ড জোরে ধাক্কা দিলে মারাত্বকভাবে আহত হয় শিশুটি।স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ অক্টোবর দিবাগত রাত ১০টার দিকে মৃত্যুর কোলে ঢোলে পড়েন শিশু হাবিবুর রহমান বলে জানান পশ্চিম ডাবুয়া এলাকার বাসিন্দা মোঃ আকিব। নিহত শিশু হাবিব রাউজানের ২নং ডাবুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুকিম তালুকদারের বাড়ির প্রবাসী মোহাম্মদ আলীর পুত্র।তার মর্মান্তিক মৃত্যুতে রাউজানের পশ্চিম ডাবুয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।