মীরসরাইয়ে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ২২ দিন ইলিশ আহরণে বিরত থাকা ১৫০০ জন মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ করা হয়েছে। উপজেলার খাদ্য গুদাম প্রাঙ্গণে আজ দিনব্যাপী বিভিন্ন ইউনিয়নের ১৫০০ জন মৎস্যজীবীকে ২৫ কেজি হারে মোট ৩৭.৫ মে. টন ভিজিএফ (চাল) বিতরণ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এসময় খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহির উদ্দিন, মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে বাংলাদেশ সরকার এ বছর ৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করেছে।