1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সামান্য বৃষ্টিতেই তিতাসের বাতাকান্দি বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ব্যবসায়ীরা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ ! শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে- গিয়াস কাদের গাজীপুর মহানগর আ. লীগের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ বাল্যবন্ধুদের সঙ্গে আনন্দে মাতলেন মির্জা ফখরুল, শোনালেন কবিতা ! বুখারী শরীফ খতম এবং প্রচার বিদআত নয়: মুফতি কুতুব উদ্দিন নানুপুরী ঠাকুরগাঁওয়ে নদ – নদী দখলদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ! চৌদ্দগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসী রাজীব ও শাহীনকে আটক করেছে সেনাবাহিনী নবীনগরে সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

সামান্য বৃষ্টিতেই তিতাসের বাতাকান্দি বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ব্যবসায়ীরা

মোঃ জুয়েল রানা, তিতাস:
  • আপডেট টাইম : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৬৫ বার

কুমিল্লার তিতাস উপজেলার বৃহত্তর বাতাকান্দি বাজারে অথৈই পানি, নেই ড্রেনেজ ব্যবস্থা।
সামান্য বৃষ্টি হলেই জমে হাটু পানি। এতে করে ক্রেতা-বিক্রেতারা পরে চরম ভোগান্তিতে।

রবিবার রাতের বৃষ্টিতে বাতাকান্দি বাজার জামে মসজিদ রাস্তায় জমেছে হাটু পানি। রাস্তার দুপাশে রয়েছে কাপড় দোকান, লাইব্রেরি, হোমিওপ্যাথি চিকিৎসক ও চায়ের দোকান।সোমবার (৩ অক্টোবর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কোনো দোকানে নেই ক্রেতা, দোকানিরা চুপ হয়ে বসে আছে। বাজারের মুসল্লিরাও কয়েক গলি ঘুরে মসজিদে নামাজ পড়তে যেতে হয়।

কাপড় দোকানী আবদুল হালিম বলেন, সামান্য বৃষ্টি হলে এই রাস্তায় হাটু পানি জমে থাকে, একারনে ক্রেতারা এই রাস্তা দিয়ে না আসায় আমাদের বেচা বিক্রি নাই। আরেক দোকানী আলম বলেন, পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই এখানে হাটু পানি জমে থাকে।

চা বিক্রেতা হুমায়ন মিয়া বলেন, বৃষ্টি হলে আমার চা বিক্রি কমে যায়। কারন রাস্তায় পানি জমে থাকায় চা পিপাসিরা আর আসেন না।
নাম প্রকাশ না করার শর্তে বাজারের এক ব্যবসায়ী বলেন, বাজারে দুইটি কমিটি আছে কিন্তু বাজারের পানি নিষ্কাশনের কোনো পরিকল্পনা নেই তাদের।

বাজার কমিটির সাধারণ সম্পাদক মো.নুর নবী চেয়ারম্যান বলেন, কিছু দিন পূর্বে উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার ও উপজেলা প্রকৌশলীসহ আমরা একটা পরিকল্পনা করেছি শুটকি বাজার দিয়ে একটি ড্রেনেজ নির্মাণ করা হবে এবং পুরাতন ড্রেন গুলো আরও প্রসস্থ করে সংযোগ করে দেয়া হবে।

উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, বাতাকান্দি বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ নির্মাণ করার পরিকল্পনা করেছি। আশা করি চলতি অর্থ বছরেই ব্যবস্থা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম