চট্টগ্রামের আনোয়ারায় তোষামোদকারি সাংবাদিকতা ছেড়ে আপোষহীন সাংবাদিকতা করার আহবান জানিয়েছেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী। শুক্রবার বিকেল ৫টার দিকে বৈরাগ আমানউল্লাহ পাড়া রাস্তার মাথা আমাদের গ্রুপের অফিসে প্রেস ক্লাবের মাসিক সভায় তিনি আনোয়ারায় কর্মরত সাংবাদিকদের উদ্দ্যোশে এই আহবান জানান। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দীনের সঞ্চালনায় মাসিক সাধারণ সভায় উপস্থিত প্রেসক্লাবের সহ-সভাপতি বদরুল হক, ওমর ফারুখ, এস এম মঈনউদ্দীন, মোহাম্মদ ফখরুদ্দিন, মোহাম্মদ আরাফাত প্রমুখ। প্রেস ক্লাবের সভাপতি আরো বলেন, বর্তমানে সাংবাদিকরা তোষামোদে লিপ্ত হয়ে গেছে। সাংবাদিকতার জৌলুশ ভূলে গিয়ে তোষামোদে জড়িয়ে জনগণের দুর্ভোগের কথা তুলে ধরছে না। আনোয়ারায় পাহাড় কাঁটা, পরিবেশ নষ্ট, মাদক, ইয়াবা, ছুরি, ডাকাতি আশাংঙ্কা জনক হারে বেড়ে গেছে সেই দুর্ভোগের কথা এখন তুলে ধরা হচ্ছে না। তিনি সাংবাদিকদেরকে আপোষহীন সাংবাদিকতা ও সরকারি দুর্নীতিবাজ প্রশাসন ও মাফিয়া চক্রের দাসত্ব না করার আহবান জানান।