কুমিল্লা দাউদকান্দির গৌরিপুরে পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর প্রথম বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শমিবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর কার্য়ালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে পল্লী বিদ্যুৎ সমিতি মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মোঃ খালেদ হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কুমিল্লা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল হান্নান,
সমিতি পরিচালনা বোর্ডের সচিব এবং উপ-পরিচালক তসলিমা পারভীন, জেনারেল ম্যানেজার মোহাম্মদ কেফায়েত উল্লাহ এবং এজিএম (সদস্য সেবা) বুলবুল আহমেদসহ সমিতির সকল ডিজিএম, এজিএম ও কর্মকর্তা-কমচারীবৃন্দ। পরে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকারীদের মধ্যে লটারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।