বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা
আজ ১৬ ডিসেম্বর সকাল ১০টায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভা সঞ্চালনা করেন পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিজামুল হক নাইম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন এডভোকেট আনোয়ারুল ইসলাম চান।
আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, সভাপতি আনোয়ার উল্লাহ, পার্টির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন রায়হান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য নরুন নবী জনি, পারভেজ মোল্লা, শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সম্পাদক আলমগীর হোসাইন প্রমুখ।
আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আনোয়ারুল ইসলাম চান বলেন, ‘দেশ স্বাধীন হলেও স্বাধীনতার প্রকৃত স্বাদ থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত।
৭১ সালেও মানুষ অধিকার বঞ্চিত এখনো বঞ্চিত হচ্ছে। ‘
দেশপ্রেমের বড় অভাব দেশে মানুষের মধ্যে, বিশেষ করে উপরের স্তরের ক্ষমতাবানদের।
গতানুগতিক ধারার বিপরীতে দেশপ্রেমিক জনতা তৈরি করতে হবে।
রাজনীতির গুনগত পরিবর্তন দরকার, আর সেটা করতে চায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
স্বাধীনতার মূল উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে চাই, আমাদেেরদলের অনেক চাহিদা রয়েছে। সেই চাহিদা আমরা পূরণ করতে পারবো।’