শ্রীনগরে ইয়াবা সহ এক সেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ডাকবাংলো এলাকা থেকে ২২ পিস ইয়াবা সহ সেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ হোসেন ফয়সালকে গ্রেপ্তার করা হয়। ফরহাদ হোসেন নব নির্বাচিত উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য ও শ্রীনগর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশ ডাকবাংলো এলাকায় অভিযান পরিচালনা করে ফরহাদ হোসেন ফয়সাল (৩৫) কে আটক করে। এসময় তল্লাশী করে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ফরহাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক মামলা রেকর্ড করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। শ্রীনগর থানার মামলা নং ৩২(১২)২০২২।