খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি স্কুলপাড়ার নাহিদা আক্তার আসমা (১৪) নামের ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীর লাশ বুধবার (২৮ ডিসেম্বর) রাতে নিজ ঘর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নাহিদা আক্তারের বাবা দীর্ঘ ১১ বছর যাবৎ নিখোঁজ রয়েছেন এবং তার মা আয়েশা আক্তার চাকুরির কারনে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করছেন। নাহিদা ও তার ছোটবোন রেহেনা আক্তার (১২) উপজেলার কালাপানিস্থ নানার বাড়ীতে বসবাস করেন।
বুধবার সন্ধ্যা ৫টার দিকে নাহিদা নানা-নানি বাড়ির বাহিরে (অন্যত্র) অবস্থান করছিলেন। এমন সময় নাহিদার ছোটবোন রেহেনা তাকে (নাহিদাকে) বাড়িতে রেখে বাড়ির পাশে গরু আনতে যায়। ফিরে এসে দেখতে পায় ঘরের মেঝেতে নাহিদার মরদেহ পরে আছে। পরে চিৎকার করলে আশপাশের লোকজন এসে স্থানীয় জনপ্রতিনিধি ও থানায় খবর দেন। খবর পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনূর আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আইনী কার্যক্রম শেষে লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে।