চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্মসম্পাদক ও এস এম হল ছাত্রদলের সভাপতি বাঁশখালীর কৃতি সন্তান নাছির উদ্দিন শাওন ও ঢাবির যুগ্মসম্পাদক এবং এস এম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ। গত বুধবার দুপুর দেড়টার দিকে তারা জাফরুল ইসলাম চৌধুরীর গ্রামের বাড়ি গিয়ে পৌঁছেন। সেখানে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মিদের সাথে তারা শুভেচ্ছা বিনিময় করেন। পরে বাড়ির পাশেই পারিবারিক কবরস্থানে শায়িত জাফরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারত করেন। পরে কবর জিয়ারত শেষে প্রিয় নেতা মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাতে শরিক হন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামা দল নেতা শাহ সুফি মাওলানা আবদুল হান্নান মিয়াজি। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল নেতা আবদুস সবুর, ফরহাদুল ইসলাম, এস এম তৈয়ব, উপজেলা ছাত্রদল নেতা নিজাম উদ্দিন, বেলাল মাহমুদ, ফরহাদ হোসেন আসিফ, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালেদ মাহমুদ শাকিল, সদস্য সচিব জাহেদ হাসান তারেক, বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল কুদ্দুস খাঁন বুলবুল, ওলামা দল নেতা মাওলানা গিয়াস উদ্দিন, গুনাগরি শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মঈনুদ্দীন যায়েদ, বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামশেদ আলম মিনার, কারা নির্যাতিত ছাত্রদল নেতা তারেক, মারুফ, বাঁশখালী পৌরসভা ছাত্রদল নেতা তারেকুর রহমান, সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা ওয়াহেদ, নয়ন, শিহাব, তাহান, রিমন, সাহেদ, মিজবাহ্, এহেছান, তানভীর, রোবায়েত, তারেক জিয়া ও মিজান প্রমূখ।