চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ওয়ারেন্টভুক্ত আসামি মানব পাচারকারী জকু মাঝিকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ। সোমবার (৩০ জানুয়ারি) এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত জকু মাঝি ৩নং রায়পুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঘাটকুল মাহমুদের বাড়ীর মৃত রবিউল ইসলামের ছেলে।
এ ব্যাপারে আনোয়ারা পুলিশের ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান, জকু মাঝি মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা নং ০২(১১) ১৪ জি আর নং ১৫৯/১৪ এবং মামলা নং ১০ (৩) ১৫ জি আর নং ২৮/১৫ মামলার গ্রেফতারী ওয়ারেন্টের ভিত্তিতে আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।