Pকক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পৃথক সড়ক ডাকাতি সংগঠিত হয়েছে। এ ঘটনায় ডাকাতের প্রহারে আহত হয়েছে আব্দুস সালাম নামের এক ব্যবসায়ী।
ঘটনায় জড়িত উপজেলার কালির ছড়া এলাকার বদিউল আলম নামের এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। ধৃত ডাকাত বদিউল পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে।
অপর ঘটনায় বান্দরবান উপজেলার আলীকদমের দুই গরু পাচারকারী অপহরণের শিকার হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
১৫ জানুয়ারি (রবিবার) দিবাগত রাত ও ভোরে পৃথক ঘটনাটি দু’টি ঘটে উপজেলার ঈদগাঁও- চৌফলদন্ডী ইদমনি সড়কের পালাকাটা পয়েন্টের রেল লাইনের উপর। অপরটি ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়া ঘোনাস্থ সাততাঁরা ঘোনা নামক স্থানে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কবির জানান, ঘটনার খবর পাওয়ার সাথে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। জালালাবাদের ঘটনায় ব্যবসায়ী আবদুস সালাম থেকে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে মারধর করে। অপর ঘটনায় ভোর ৫.৪০মিনিটের দিকে ২ ব্যক্তি ঈদগড় সড়ক দিয়ে ঈদগাহ আসছিল। এমন সময় ডাকাতের কবলে পড়ে অপহরণের শিকার হয়।
তাদের উদ্ধারে পুলিশ সম্ভাব্য স্থানে অভিযান চালাচ্ছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিক পায়নি বলে জানান পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা তারা দু’জন মায়ানমার থেকে চোরাই পথে আসা গরু নিয়ে আসছিল।