কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বসতঘরসহ বেশ কয়েকটি ঘর, ঘরে থাকা আসবাবপত্র, ৪ ভরি স্বর্ণালঙ্কার পুড়ে যাওয়ায় প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১ জানুয়ারি) ভোররাত আনুমানিক সাড়ে বারটায় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের প্রবাসী শাহআলম, শাহজালাল ও শাহজাহানের ঘরে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ শাহজাহান জানান, অগ্নিকান্ডে ঘরগুলোতে থাকা ২টি ফ্রিজ, টিভি, আলমিরা, ৪ ভরি স্বর্ণালঙ্কারসহ ঘরে থাকা সকল ফার্ণিচার পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখার ফলে ঘর থেকে কিছুই বের করা সম্ভব হয়নি। আসবাবপত্রসহ ঘরগুলো পুড়ে যাওয়ায় বর্তমানে ৩টি পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছেন বলে জানান।
এ বিষয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার মাজেদুল ইসলাম জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নাঘরের লাকড়ির চুলা থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে ধারণা করেন তিনি।