কুমিল্লার তিতাস উপজেলা প্রসাশন ও পরিষদের উদ্যোগে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন এবং বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সারজিনা আক্তার। এছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সালাহউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান, নির্বাচন কর্মকর্তা মোমিনুর জাহান, শিক্ষা কর্মকর্তা লায়লা পারভীন ভানু, জনস্বাস্থ্য অফিসার সাদেক মো. জুনায়েদ, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আরিফুর রহমান, মৎস্য অফিসার নজরুল ইসলাম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া, সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকারসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়া শিক্ষক, ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রতিযোগিতায় ২৮টি ইভেন্টে উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অ্যাথলেট অংশ নেন। প্রতিযোগিতার প্রত্যেক ইভেন্টের ১ম,২য়,ও ৩য় হিসেবে ৮৪ জনকে উপহার তুলে দেন অতিথিরা।