1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিয়ের পরও রক্ষা পায়নি কিশোরী শামিরা, প্রেমিক রাকিব অপ্রচার চালাচ্ছে কিশোরীর মায়ের বিরুদ্ধে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির আজিমুশশান মিলাদ মাহফিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৬তম খোশরোজ শরিফ সাড়ে নয় শত এতিমখানা ও হেফযখানায় নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ  ‎কক্সবাজার প্রেস ক্লাবের কমিটি নিয়ে আপত্তি জানিয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি চৌদ্দগ্রামে ছোটখিল সমাজকল্যাণ ফাউন্ডেশ’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মাগুরায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির সদস‍্যদের ওরিয়েন্টেশন মানিকছড়িতে শীত কম্বল বিতরন সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নে ৩০০  রামগড়ে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি-পুরস্কার বিতরণী করলেন পুতুল ফাউন্ডেশন

বিয়ের পরও রক্ষা পায়নি কিশোরী শামিরা, প্রেমিক রাকিব অপ্রচার চালাচ্ছে কিশোরীর মায়ের বিরুদ্ধে

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ১৫০ বার

রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই আবুল হোসেন বাড়ীর প্রবাসী মোঃ রফিকের কন্যা শামিরা আকাতার ৮ম শ্রেণীর ছাত্রী । প্রবাসী মোহাম্মদ রফিকের স্ত্রী জোহরা বেগম তার কন্যা শামিরা আকতারকে নিয়ে হটহাজারী উপজেলার বুশ্চিম নজুমিয়া হাটে হারুন বিল্ডিং এর ২তলায় ভাড়া বাসায় থাকেন। গত ২০২২ সালের ৩১ অক্টোবর প্রবাসী মোঃ রফিকের কন্যা শামিরা আকতারকে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই মঙ্গল চাদের বাড়ীর মরহুম ছালেহ আহম্মদের বখাটে রাকিব তার পরিবারের সদস্যরা অপহরন করে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে আটক করে রাখে । এঘটনার কিশোরী শামিরা আকতারের মাতা জোহরা বেগম বাদী হয়ে গত ৭ নভেম্বর আদালতে মামলা দায়ের করেন । মামলায় রাকিব, তার ভাই আবদুল্লাহ আলাউদ্দিন সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করা হয়। মামলা দায়ের করার পর শামিরা আকতারকে স্থানীয় চেয়ারম্যানের কাছে রাকিব ও তার পরিবারের সদস্যরা হাজির করে। স্থানীয় চেয়ারম্যান সাহাবুউদ্দিন শামিরা আকতারকে তার মাতা জোহরা বেগমের কাছে হস্তান্তর করে। পরবর্তী রাকিব ও তার সহয়োগীরা শামিরা আকতারকে আবারো অপহরন করার প্রচেষ্টায় মেতে উঠে । এতে শামিরার মাতা জোহরা বেগম বাধ্য হয়ে তার কন্যা শামিরা আকতারকে পটিয়া উপজেলার ভাটিখাইন নবী সওদাগরের বাড়ীর আমানত উল্লাহর পুত্র প্রবাসী আলাউদ্দিনের সাথে হলফনামা মুলে বিয়ে দেয় । বিয়ের পর শামিরার শ্বাশুর বাড়ী পটিয়া থেকে জোহরা বেগমের ভাড়া বাসায় বেড়াতে আসলে রাকিব আবারো ফুসলিয়ে শামিরাকে নিয়ে যায় । এর পর রাউজানের কদলপুর রাকিবের আত্বীয়ের বাড়ী থেকে খোজে বের করে শ্বশুর বাড়ীতে পাঠানো হয় । গত ১২ দিন পুর্বে শামিরা আকতারকে তার শ্বাশুর বাড়ী থেকে তার মাতা জোহরা বেগম হাটহাজারীর নজু মিয়ার হাটের বাসায় বেড়াতে আসলে রাকিব আবারো শামিরা আকতারকে ফুসলিয়ে নিয়ে অজ্ঞাত স্থানে আটক করে রাখেন । রাকিব শামিরা আকতারকে ভয় ভীতি প্রর্দশন করে আপন মাতা জোহরা বেগম আত্বীয় স্বজনদের বিরুদ্ধে একটি অনলাইন পোষ্টালের মাধ্যমে অপ্রচার চালিয়ে আসছে বলে শামিরা আকতারের মাতা জোহরা বেগম গতকাল ১২ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে রাউজান প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে তার বক্তব্যে এ কথা বলেন।জোহরা বেগম তার কন্যা শামিরা আকতারকে বিয়ে দিয়ে বখাটে রাকিবের হাত থেকে রক্ষা পেলনা বলে দাবী করে আরো বলেন, আমি ও আমার পরিবারের সদস্যরা এই নির্মম ঘটনার সুষ্ট বিচার চাই সংশ্লিষ্ট মহলের কাছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম