মাগুরার শ্রীপুরে ০২ জানুয়ারী সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কমেলেশ মজুমদার ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, উপজেলা মৎস্য কর্মকতা মীর লিয়াকত আলীসহ আরো অনেকে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, যুব উন্নয়ন অফিসার রিয়াজুল ইসলাম, খাদ্য অফিসার ইসরাত জাহানসহ অন্যরা।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, নিবন্ধিত সংগঠনের প্রতিনিধিগণসহ উপজেলার বিভিন্ন ক্যাটাগরির সুবিধাভোগী নারী-পুরুষগণ উপস্থিত ছিলেন।