শুভ ইংরেজি নববর্ষে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে বিএসএফ এর গুলিতে বিপুল হোসেন নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
স্হানীয়রা জানান, ১ জানুয়ারী ২০২৩ ইং তারিখ রোববার ভোর রাতে তিস্তা বিজিবি ক্যাম্পের আওতাধীন মেইন পিলার ৮৪৩ সংলগ্ন ৮/১০ জনের একটি গরু চোরাকারবারির দল ভারতের ১৫০ গজ অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষাবাহীনি ( বিএসএফ) ৯৮ চ্যাংড়াবান্ধা ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ করে ২/৩ রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলে বিপুল হোসেন (২০) গুলি বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নিহত বিপুল হোসেন পাটগ্রাম উপজেলার ধবলসতী গাটিয়ার ভিটা গ্রামের রশিদুল ইসলামের ছেলে। এব্যাপারে বিজিবি কোন মন্তব্য করতে রাজী হয়নি। পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, নিহত বিপুল হোসেন এর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।