নোয়াখালীর সুবর্ণচরে দীর্ঘ বছর পর আইনি জটিলতা পেরিয়ে সরকারি জমি ফিরে পেয়ে খুশি মুক্তিযোদ্ধা পরিবার।আনন্দে কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক,সূবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সূবর্ণচর সহকারী ভূমি কমিশনার এর প্রতি।
সকালে উপজেলার ভূইয়ারহাট বাজারে ১একর ৮৪ শতাংশ জমিতে মাটি ভরাটের করতে পেরে আনন্দিত বীর মুক্তিযুদ্ধা রুহুল আমিনের পরিবার সদস্যরা।
এ সময় তার বংশধর আলেয়া বেগম জানান, আমরা দীর্ঘদিন ধরে এ জমি নিয়ে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি। কয়েকবার আমাদের উপর হামলা চালায় স্থানীয় কিছু ক্যাডাররা। তবে এতো কিছু পর আমরা এ যায়গা ফিরে পেয়ে খুবই আনন্দতি।
এ দিকে তারা আরো জানান, আমরা যখন মাটি ভরাটের কাজ করতে যাই তখন কিছু সন্ত্রাসী আমাদের উপর হামলার চেষ্টা চালায়। পরে পুলিশ আসার খবরে তারা চলে যায়। এ ঘটনায় আমরা আতংকিত হয়ে আছি।