আখেরি মোনাজাত শেষে বাড়িতে শুরু করেছেন মুসল্লীরা। রেল, বাস, ছোট যানবাহন যে যেভাবে পারছেন সওয়ার হচ্ছেন তাতেই। টঙ্গী রেল স্টেশনে মানুষের উপচে পড়া ভিড়।
রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশে তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা জোবায়ের আহমদ।
এদিন, সকাল ১০টা নাগাদ শুরু হয় আখেরি মোনাজাত। এতে অংশ নেন লাখ লাখ মুসল্লি।
এর আগে, আখেরি মোনাজাতে অংশ নিতে অনেকেই ফজরের নামাজ আদায় করে ইজতেমা ময়দান অভিমুখে রওনা হন। মাঠ-সড়ক; যে যেখানে জায়গা পেয়েছেন সেখান থেকেই মোনাজাতে অংশ নেন। চোখের পানি ছেড়ে মহান আল্লাহর দরবারে হাত তোলেন ধর্মপ্রাণ মুসাল্লিরা।