নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ইউনিট টিম লিডারদের নিয়ে দিনব্যাপী ওয়ার্কসপ করেছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)।
১২ই জানুয়ারী (বৃহঃবার) সকাল ১০ টায় মুনির চৌধুরী সহকারী পরিচালক সিপিপি কোম্পানীগঞ্জ এর পরিচালনায় কোম্পানীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বসুরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ক্লাস কক্ষে এই ওয়ার্কসপ সম্পন্ন হয়।
উক্ত ওয়ার্কসপ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়াস চন্দ্রদাস, সহকারী কমিশনার (ভূমি) কোম্পানীগঞ্জ।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) আয়োজিত ওয়ার্কসপে সিপিপি’র কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সিপিপি’র সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সংকেত কি ? এবং কিভাবে সংকেত প্রচার করা হয় তা নিয়ে বিষদ আলোচনা করা হয়। এবং সিপিপি সদস্যরা দূর্যোগে কিভাবে কাজ করে তা আলোচনা করেন বক্তারা।
ওয়ার্কসপে আরো উপস্থিত ছিলেন,
রুহুল আমীন, উপপরিচালক সিপিপি আঞ্চলিক কার্যালয় নোয়াখালী, মোঃ ইলিয়াছ মিয়া, উপজেলা টিম লিডার, কোম্পানীগঞ্জ, মৌলভী আব্দুল কাইয়ুম বাহার, ইউনিয়ন টিম লিডার, মুছাপুর, মোঃ এনায়েত উল্যাহ, কমিউনিটি প্রশিক্ষক, কোম্পানীগঞ্জ।