1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী সেগুন বাগিচা হিন্দুপাড়া সমাজ পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির আজিমুশশান মিলাদ মাহফিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৬তম খোশরোজ শরিফ সাড়ে নয় শত এতিমখানা ও হেফযখানায় নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ  ‎কক্সবাজার প্রেস ক্লাবের কমিটি নিয়ে আপত্তি জানিয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি চৌদ্দগ্রামে ছোটখিল সমাজকল্যাণ ফাউন্ডেশ’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মাগুরায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির সদস‍্যদের ওরিয়েন্টেশন মানিকছড়িতে শীত কম্বল বিতরন সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নে ৩০০  রামগড়ে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি-পুরস্কার বিতরণী করলেন পুতুল ফাউন্ডেশন

খুটাখালী সেগুন বাগিচা হিন্দুপাড়া সমাজ পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ১২৪ বার

উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ৬নং ওয়ার্ড সেগুন বাগিচা হিন্দুপাড়া সমাজ পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে উৎসবের আমেজ দেখা গেছে। সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রায় শতাধিক ভোটার লম্বা লাইনে দাড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

শনিবার (১৪ জানুয়ারী) সার্বজনীন শ্রী শ্রী জগদাত্রী মন্দির প্রাঙ্গনে সকাল থেকে দুপুর পর্যন্ত এ ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি ৩ জন এবং কোষাধ্যক্ষ পদে ৩ জন নির্বাচনে অংশগ্রহন করেন।

নির্বাচনে বাবুল কুমার শীল (ছাতা) ও অনন্ত কুমার শীল (হারিকেন) প্রতীকে সমান ভোট পেয়ে লটারীর মাধ্যমে অনন্ত কুমার সভাপতি নির্বাচিত হয়েছেন।

একই সাথে (হাঁস প্রতীক) নিয়ে ৫৪ ভোট পেয়ে সুনিল কুমার শীল সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ কুমার শীল (ফুটবল প্রতীক) ২৬ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে (কাতাল মাছ) প্রতীক নিয়ে ৩৭ ভোট পেয়ে পুলিন কুমার শীল নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী বুলু কুমার শীল (মোরগ) প্রতীক ৩০ ভোট পেয়েছেন। এছাড়া রনজিত রুদ্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন স্বপন শীল, সুরেশ শীল ও সুনিল শীল। এছাড়াও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সাঈদ মুহাম্মদ শাহজালাল।

এসময় খুটাখালী ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি, এম বেলাল আজাদ, ৬নং ওয়ার্ড মেম্বার নুর মোহাম্মদ পেটান মুন্সি ও ইউনিয়ন শ্রমিক লীগ সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম ভোটারদের মাথে কুশল বিনিময় করে কেন্দ্র পরিদর্শন করেন।

নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন স্থানীয় হেডম্যান ছৈয়দুল হক, স্বপন কুমার শীল, সুরেশ কুমার শীল,সুনিল কুমার শীল, সিদুল শর্মা।

এজেন্টের দায়িত্বে শম্ভু শীল, সুপ্রিয়া, মিশু কুমার শীল, গুলশান বেগম, স্বপন কুমার শীল, পংকজ শীল, কিলটন শীল, আশিষ কুমার শীল সহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম