কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গুইমারা উপজেলা অংগ ও সহযোগী সংগঠন।
১৬ জানুয়ারী সোমবার বিকাল ৩ টায় গুইমারা উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করলে পুলিশী বাধার মূখে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি নাছির আহম্মদ চৌধুরী।
গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউচুপের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নবী হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা ছাত্রদলের আহবায়ক পারভেজ হোসেন,সেচ্ছাসেবক দলের আহবায়ক আলা উদ্দীন আরিফ,,যুবদলের আহবায়ক সালমান হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি এস এম মিলন ও প্রধান অতিথি নাছির আহম্মদ চৌধুরী।
বক্তাগন বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে ১০ দফা বাস্তবায়নসহ বিদ্যুৎতের দাম কমানোর আহবান জানান এবং পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবী জানান।