চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন,
মনিরুজ্জামান ইসলামাবাদীর বরকলের এ প্রতিষ্ঠানটি অনেক কৃতিমান ব্যক্তি
সৃষ্টি করেছে। যারা দেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন, দেশের কল্যাণমূলক পদে
অদিষ্ট হয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বর্তমান প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ
করার লক্ষে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মধ্যদিয়ে
বাস্তবায়ন করতে হবে।
গতকাল ২১ জানুয়ারি সকালে বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী
পরিষদের পূণর্মিলনী অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি
ইসতিয়াক মোহাম্মদ ফরহাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি
ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, আলোচনায় অংশ নেন,
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যথাক্রমে অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক আবুল ফয়েজ,
অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাব্বির আহমদ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের
অবসর প্রাপ্ত শিক্ষক ড. মোহাম্মদ আলী আজাদী, কবি অভিক ওসমান, মুক্তিযোদ্ধা
যথাক্রমে হাবিবুর রহমান, ফেরদাউস ইসলাম খান, জয়নাল আবেদীন, ইসলাম খান,
জেলা আ’লীগ নেতা মাহাবুর রহমান শিবলী, চেয়ারম্যান আবদুর রহিম, চেয়ারম্যান
খোরশেদ আলম টিটু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বণার্ঢ্য র্যালি প্রধান প্রধান
সড়কগুলো পদক্ষিণ করে। দিনব্যাপী মঞ্চে ব্যাচভিত্তিক স্মৃতিচারণ, সংগীতানুষ্ঠানের
পাশাপাশি বিভিন্ন রকম কৌতুক, কবিতাসহ যে যার মত করে অংশগ্রহণের
মাধ্যমে অনুষ্ঠানকে মাতিয়ে রাখেন। আলোচনা সভায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের
সম্মাননা প্রদান করা হয়।