ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় পরিবেশ অধিদপ্তর ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রামমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৩টি ইটভাটার মালিককে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১০ জানুয়ারি মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এবং ১১ জানুয়ারি বুধবার দুপুর পর্যন্ত ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম এবং প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী। পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার মেসার্স এস আই টি ব্রিকস্ এর মালিক মোঃ আব্দুল মজিদ আপেলকে ২ লাখ, সুপ্রিয় ব্রিকস্ এর মালিক বাবলুর রহমানকে ১ লাখ ৫০ হাজার ও এস স্টার কে ব্রিকস্ এর মালিক রাম বাবুকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং এসব ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।