ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় শিক্ষাক্রম বিস্তারণ বিষয়ক বিষয়ভিত্তিক উপজেলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার গবেষণা কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। এসময় জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নূরুল আমিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন উপস্থিত ছিলেন।
জানা যায়, ৩৩ জন মাস্টার ট্রেইনার এর অধীনে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে পাঠদানের লক্ষ্যে ১১ টি বিষয়ে উপজেলার ৫২৮ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ গ্যহণ করছেন। উল্লেখ্য, ৫ দিনব্যাপি এ প্রশিক্ষণ আগামী ১৫ জানুয়ারি সম্পন্ন হবে।