চকোরিয়া ২দিন ব্যাপী নূরানী কাফেলার ২৯তম ঐতিহাসিক সীরাতুন্নবী (সঃ) মাহফিল সম্পন্ন
ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাঙ্গারমুখ নূরানী কাফেলার উদ্যোগে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপি ২৯তম ঐতিহাসিক সীরাতুন্নবী (সঃ) মাহফিল চকোরিয়া নূরানী কাফেলার সীরাত ময়দানে সম্পন্ন হয়েছে। আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ মুহাম্মদ রাসেল ও সাধারণ সম্পাদক মুহাম্মদ এহসানুল হকের সার্বিক পরিচালনায় সকল সদস্যদের সহযোগিতায় দুইদিনব্যাপি মাহফিলের সমাপনী দিবসে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগি আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ এবং প্রথমদিন অধিবেশনভিত্তিক সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আ.ক.ম ছাদেক ও মাওলানা মোক্তার আহমদ।
এতে আলোচনা পেশ করেন মাওলানা ড. সাদিকুর রহমান আযহারী, মাওলানা ড. আবুল কালাম আযাদ আযহারী, মাওলানা ফখরুদ্দিন আহমদ, মাওলানা মুফতি কাউছার আহমদ জিহাদী, মাওলানা হাফেজ বশির আহমদ, মাওলানা আবুল হোসাইন আনসারী, মাওলানা মো. নুরুল আবছার ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন হেলালী, মাওলানা মুহাম্মদ নুরুল হোসাইন, মাওলানা মুহাম্মদ জামাল হোসাইন নূরী, মাওলানা জসীম উদ্দিন হেলালীসহ স্থানীয় নবীন-প্রবীণ ইসলামী চিন্তাবিদগণ।
বক্তারা বলেন, আদর্শ সমাজ বিনির্মাণে ব্যক্তি জীবনে রাসুলের সুন্নাহর প্রতিফলন ঘটাতে হবে। কুরআন-সুন্নাহ অনুসরণের মাধ্যমে সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় আজকের মুসলিম তৌহিদী জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাজে নীতিহীন মানুষের আধিপত্য চলছে। বর্বরতা ও বিচারহীনতার সংস্কৃতি চর্চা যেনো অসহায় মজলুম মানবতাকে জর্জরিত করছে। কোথাও শান্তি মিলছেনা। অশান্তির দাবানল থেকে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিত করতে রাসুলের নির্দেশিত পথে চলার বিকল্প নেই। তাহলেই শান্তিকামী জাতির পক্ষে একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণ সম্ভব হবে।
এসময় নূরানী কাফেলার প্রতিষ্ঠাতা সভাপতি মো. হামিদ হোসাইন, স্থানীয় কাউন্সিলর বেলাল উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এদিকে প্রতিবছরের মতো এবারও মহিলাদের জন্য করা প্রজেক্টরের মাধ্যমে আলাদা প্যান্ডেলে সব বয়সের মহিলা শ্রোতাদের উপস্থিতি ছিল ব্য্যাপক। আলোচনার ফাঁকে ফাঁকে ইসলামী সংগীত পরিবেশন করে প্রবাল শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় শুরু হওয়া এ মাহফিল শুক্রবার আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয়।