রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের নতুন বছরে নতুন বই শির্ক্ষাথীদের মাঝে বই বিতরণ শুভ উদ্বোধন করা হয়। ১জানুয়ারী সকাল ১০ঃ৩০ মিনিটে শ্রেণি ক ক্ষ রুমে বই বিতরণ শুভ অনুষ্ঠানে প্রধান অতিথি এসএমসি ম্যানেজিং কমিটি সভাপতি
চাইথোয়াইমং মারমা, প্রধান শিক্ষিকা ভারঃমাথুইচিং চৌধুরী সহকারী শিক্ষিকা আনুচিং মারমা চৌম্রাচিং চৌধুরী ম্যাম্যাসিং মারমা ক্রানুচিং মারমা মিসেস শারমীন আক্তার, শুশান্ত তংচনগ্যাও নৈশ্য ও কাম দাপ্তরিক মংক্যসিং মারমাসহ শির্ক্ষাথী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। সারাদেশের ন্যায় প্রতিবছর জননেত্রী প্রধান মন্ত্রী শেখহাসিনা ও শিক্ষা মন্ত্রী নির্দেশে ১লা জানুযারী প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বছরে নতুন বই শির্ক্ষাথীদের মাঝে বিনামূল্য বই বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীরা নতুন বছরে নতুন বই পেয়ে অভিভাবক ও শির্ক্ষাথীরা বই হাতে অত্যান্ত আনন্দিত হয়। সভাপতি সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে বই বিতরণ শুভ উদ্বোধন শেষ করা হয়েছে।