: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
আজ রোববার মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে এ আখেরি মোনাজাত হবে বলে জানিয়েছেন ইজতেমার আয়োজকরা।
দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে এরইমধ্যে ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মূল প্যান্ডেলে জায়গা না পেয়ে অনেক মুসল্লি বাইরে পলিথিন সিট ও কাপড়ের সামিয়ানা টাঙিয়ে অবস্থান নিয়েছেন।
এদিকে, বিশ্ব ইজতেমা উপলক্ষে পাঁচটি স্পেশাল ট্রেন ছেড়েছে ভোর পাঁচটা, পাঁচটা পঁয়ত্রিশ, ছয়টা, সাড়ে ছয়টা এবং সাতটায়।