মাগুরার শ্রীপুরে ১৬ জানুয়ারী সোমবার বিকেলে এসিআই সীড ও ইষ্ট ওয়েষ্ট সীড বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের আয়োজনে গ্রীষ্মকালীন পেঁয়াজ ‘বিপ্লব’ এর মাঠ দিবস পালিত হয়েছে। উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কোদলা গ্রামের কৃষক সুফিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইষ্ট ওয়েষ্ট সীড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোস্তফা কামাল, এসিআই সীডের এসিস্ট্যান এরিয়া ম্যানেজার ইউসুফ আলম রবিন, ইষ্ট ওয়েষ্ট সীড বাংলাদেশের পিডিএস ম্যানেজার ড. মহিবুল্লাহ ইরান, উপজেলা কৃষি উপ-সহকারী মেহেদি হাসান, ইষ্ট ওয়েষ্ট সীড বাংলাদেশের ফার্ম সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন জুয়েল, এসিআই সীডের মার্কেটিং ম্যানেজার প্রসেনজিত ঘোষ, পেঁয়াজ চাষি মিজানুর রহমানসহ অন্যরা।