মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী অষ্টগ্রাম (দশ গ্রাম) মহাশ্মশান ও কালী মন্দির প্রাঙ্গণে চলছে ২৪ প্রহরব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্যামা মায়ের পূজা । ‘দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় কাজলী অষ্টগ্রাম (দশ গ্রাম) মহাশ্মশান ও কালী মন্দির কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ঢাকা, কুষ্টিয়া, পাংশা, রাজবাড়ী, যশোর, মাগুরা ও দশ গ্রামের ৭ টি কীর্তন দল মনোমুগ্ধকর কীর্তন পরিবেশন করছে।
গত ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত । অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে মঙ্গলঘট স্থাপন, প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, শুভ অধিবাস, শ্রীশ্রী শ্যামা মায়ের পূজা, অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন, কুম্ভভঙ্গ, নগর কীর্তন, শ্রী শ্রী মহাপ্রভুর ভোগারাধনা, ভোগ দর্শন ও মহাপ্রসাদ বিতরণ।
অনুষ্ঠানে কৃষ্ণভক্তবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটি সভাপতি শ্রী নির্মলেন্দু ঘোষ, ভারপ্রাপ্ত সভাপতি শ্রী বাল্লক চন্দ্র মণ্ডল ও সাধারণ সম্পাদক শ্রী মনোরঞ্জন সরকার ।