রাউজান প্রেস ক্লাবের পক্ষ থেকে ২০২৩ সালের বর্ষপঞ্জীর মোড়ক উম্মোচন করা হয়। গতকাল বিকালে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের গিরিছায়ার হলে প্রেস ক্লাবের এই বর্ষপঞ্জীর মোড়ক উম্মোচন করেন রাউজানের সংসদ সদস্য এ.বি এম ফজলে করিম চৌধুরী। রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আলী,সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন,চেয়ারম্যান আব্দুল জব্বার সোহেল,রোকন উদ্দিন, কামাল উদ্দিন, তছলিম উদ্দিন, নুরুল আলম। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মীর আসলাম, এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, জাহাঈীর নেওয়াজ, নেজাম উদ্দিন রানা, রমজান আলী, শাহেদুর রহমান মোরশেদ, জিয়াউর রহমান,কামাল উদ্দিন হাবিবী, কামরুল ইসলাম বাবু, লোকমান আনছারী, আমির হামজা শাহাদাত হোসেন সাজ্জাদ, আবিদ মাহমুদ, যিশু সেন, দিলু বড়ুয়া, রায়হান ইসলাম, রতন বড়ুয়া প্রমুখ।