শেরপুরের নকলায় হলুদ ও মরিচের গুড়া তৈরি করার সময় ভেজাল মিশানোর অপরাধে মশলা তৈরি কারখানার মালিক মোজাম্মেল হক (৫০) নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে নকলা উত্তর বাজারে (জোড়াব্রীজ সংলগ্ন) এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ। এসময় পুলিশ বিভাগের লোকজনসহ স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জানাযায়, মো. মমতাজ উদ্দিনের ছেলে মোজাম্মেল হক হলুদ ও মরিচের সাথে চাউলের খুঁদ মিশিয়ে মসলার গুড়া তৈরি করে বাজারজাত করেন। খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় মোজাম্মেল হকের মসলা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মোজাম্মেল হক তার অপরাধ স্বীকার করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক শিহাবুল আরিফ।